অনেক অনেক বছর আগের কথা। একবার একপাল গরু ঠিক করলো এলাকার সব কসাইকে মেরে ফেলবে।
এসব দেখে এক বৃদ্ধ গরু ওদের বললো, কসাইরা আমাদের জবাই করে মেরে ফেলেন এটা সত্যি। কিন্তু তারা এটা করেন বেশ দক্ষতার সঙ্গে, আমাদের সবচেয়ে কম ব্যথা দিয়ে।
আমরা যদি তাদের সবাইকে মেরে ফেলি, অন্য লোকজন আমাদের মারতে আসবে, যারা এ কাজে অদক্ষ।
‘এতে আমরা আরও বেশি কষ্ট পেয়ে মরবো। এমন ভাবার কোনো কারণ নেই যে, সব কসাই মরে গেলে, মানুষ গরুর মাংস খাওয়া বাদ দিয়ে দেবে। ’
শিক্ষণীয় বিষয়: তাড়াহুড়ো করে এক অনিষ্টকারীর হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে গিয়ে আরেক অনিষ্টকারীকে ডেকে আনার কোনো মানে হয় না।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এনএইচআর