অনেক বছর আগে এক বনে বাস করতো একটি নেকড়ে। খাবার জোগাড়ের সুবিধার জন্য একদিন সে অদ্ভুত এক ফন্দি আঁটলো।
এভাবে রাখালের চোখ ফাঁকি দিয়ে ভেড়ার পালের সঙ্গে হাঁটতে লাগলো নেকড়েটি। সন্ধ্যা হলে ভেড়াদের খোঁয়াড়ে ফেরার সময় হয়।
তখন ভেড়ার পালের সঙ্গে রাখাল নেকড়েটিকেও খোঁয়াড়ে রাখে। তারপর তার দরজা শক্ত করে আটকে দেয়।
রাতে ভেড়ার মাংস খাওয়ার জন্য একটি ভেড়াকে ধরে নিয়ে যেতে খোঁয়াড়ে ঢোকেন রাখাল। তখন ভুল করে ভেড়ার জায়গায় নেকড়েকেই ধরে নিয়ে যান তিনি। পরদিন খাবার জন্য ভেড়া ভেবে রাখাল নেকড়েটিকেই মেরে ফেলেন।
শিক্ষণীয় বিষয়: অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়।
বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
এনএইচআর