রাতের আকাশে আমরা মিট মিটি করে জ্বলা তারা দেখতে পাই। মহাকাশে এই তারার সংখ্য কোটি কোটি।
দিনে সূর্যের প্রখর আলোর কারণেই মূলত আমরা তারা দেখতে পাই না। আবার আকাশ পরিষ্কার না থাকলেও তারা দেখা যায় না।
বায়মণ্ডলের ধূলিকণা, গ্যাসীয় পদার্থ ও জলীয় বাষ্প সূর্যের রশ্মিকে চারদিকে বিক্ষিপ্ত করে দেয়। এজন্যই সমগ্র বায়ুমণ্ডলকে উজ্জ্বল দেখায়। সূর্যের আলোর তুলনায় বহু দূরের ওই তারা থেকে আসা আলো অত্যন্ত ক্ষীণ।
দিনে ওই ক্ষীণ আলো কোনোভাবে আমাদের চোখে প্রভাব বিস্তার করতে পারে না। এজন্য আমরা তারা দেখতে পাই না।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
এসআই