ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঝিনাইদহে চলছে শিশুদের জীবন দক্ষতা কর্মশালা

আসিফ ইকবাল কাজল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
ঝিনাইদহে চলছে শিশুদের জীবন দক্ষতা কর্মশালা

ঝিনাইদহে শুরু হয়েছে শিশুদের জীবন দক্ষতা কর্মশালা। সোমবার থেকে শুরু হওয়া ১৫ দিনের এই কর্মশালায় সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬০ জন শিশু অংশ নিচ্ছে।

শিশুদের মানসিক বিকাশ সাধনে বাংলাদেশ শিশু একাডেমি এই কর্মশালার আয়োজন করেছে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ূব হোসেন রানা ইচ্ছেঘুড়িকে বলেন, শিশু অধিকার, জন্ম নিবন্ধন, জেন্ডার, পরিবর্তনের গল্প ও জীবন দতাসহ ১৫টি বিষয়ের উপর শিশুদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে। প্রশিক্ষন নিয়ে শিশুরা তাদের অধিকার ও জীবন সম্পর্কে অনেক তথ্য জানতে ও বাস্তবে প্রয়োগ করতে পারবে।

আগামী ৪ অক্টোবর কর্মশালা শেষ হবে।

বাংলাদেশ স্থানীয় সময় : ১২১০ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।