ঢাকা: রাজধানীর মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে ছুরিকাঘাতে সাবেক স্ত্রী তুলি আক্তারকে হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (০২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।
এ দিন মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক এমদাদুল হক আসামি সাইদুলকে আদালতে হাজির করেন। এ সময় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে কারাগারে পাঠানো হয়।
সিএমএম আদালতে শাহ আলী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
জানা যায়, তিন মাস আগে সাইদুলের সঙ্গে দ্বিতীয় স্ত্রী তুলির তালাক হয়ে যায়। রোববার বছরের প্রথম দিন। তাই পুনরায় সম্পর্ক উন্নয়নের জন্য মিরপুর বোটানিক্যাল গার্ডেনে আসেন তারা। আবারও ঘর-সংসার করতে পারেন কিনা, এ ব্যাপারে দুজনই কথা বলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সাইদুল তুলিকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তুলি।
এ ঘটনায় ভুক্তভোগীর মা লাইলি বেগম বাদী হয়ে শাহ আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
কেআই/এমজেএফ