ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আইন ও আদালত

জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে ড. সীমা জামানের পদত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে ড. সীমা জামানের পদত্যাগ

ঢাকা: জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. সীমা জামান। পদত্যাগপত্র গ্রহণ করে তাকে কমিশনের সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর ড. সীমা জামান রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে সইযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র ১২ জানুয়ারি তারিখ থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করে তাকে কমিশনের সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
ইএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।