ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন 

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় মমিনুল ইসলাম মদন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  
একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন।

মমিনুল উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি দিনগত রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর গ্রামে স্থানীয় জামে মসজিদের পাশে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ১৫০ গ্রাম হেরোইনসহ মমিনুলকে আটক করে পুলিশ।

এ ঘটনায় পরদিন ৩০ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুস সামাদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় দেন।  

আদালতের পাবলিক প্রসিকিউটর ফারুক আহমেদ প্রিন্স রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।