ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
খুলনায় স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর যাবজ্জীবন আদালতে রায়: প্রতীকী ছবি

খুলনা: খুলনায় স্ত্রী নুপুরকে হত‌্যার দা‌য়ে স্বামী ওমর ফারুখ‌কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্প‌তিবার (৯ ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক মাহামুদা খাতুন এ রায় ঘোষণা ক‌রেন।

দণ্ডপ্রাপ্ত ওমর ফারুখ খানজাহান আলী থানা এলাকার পা‌ড়িয়ারডাঙ্গা এলাকার রুস্তুম আলী ফারাজীর ছেলে। একইসঙ্গে তা‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

আদালত সূত্রে জানা গেছে, হত‌্যাকা‌ণ্ডের ৩ বছর আগে ওমর ফারুখ ও নুপু‌রের বি‌য়ে হয়। বি‌য়ের পর তা‌দের এক‌টি ছেলে হয়। ঘটনার ৩ মাস আগে তা‌দের স্বামী-স্ত্রীর ম‌ধ্যে কলহ সৃষ্টি হয়। প্রায় ফারুখ তার স্ত্রীকে মারধর করত। বিষয়‌টি জান‌তে‌ পে‌রে নুপু‌রের বাবা মো. খ‌লিলুর রহমান জামাই-মে‌য়ে‌কে বা‌ড়িতে ডেকে নেয়। জামাইকে কিছু টাকা দেওয়ার আশ্বাস দেন তিনি। প‌রে মে‌য়ে‌কে বু‌ঝি‌য়ে শ্বশুরবা‌ড়ি‌তে পাঠিয়ে দেন।

২০১৮ সা‌লের ১৭ জুলাই ভোরে লোকজনের মাধ্যমে খ‌লিলুর রহমান জান‌তে প‌ারে তার মে‌য়ের মৃত‌্যু হ‌য়ে‌ছে। বা‌ড়ির পা‌শের বাগা‌নে মে‌য়ের মর‌দেহ প‌ড়ে র‌য়ে‌ছে। সেখা‌নে গি‌য়ে মে‌য়ের হাত ও মুখবাঁধা মরদেহ দে‌খে তার স‌ন্দেহ হয়। এ ঘটনায় মে‌য়ের স্বামী ওমর ফারুখ‌কে আসা‌মি ক‌রে থানায় মামলা ক‌রেন। প‌রে পু‌লিশ আসা‌মি ফারুখ‌কে গ্রেফতার ক‌রে। পু‌লি‌শের প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে স্ত্রীকে কু‌পি‌য়ে হত‌্যাকা‌ণ্ডের দায় স্বীকার ক‌রে।

মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই সুমঙ্গল কুমার দাশ ফারুখ‌কে আসা‌মি ক‌রে একই বছ‌রের ১৯ ডিসেম্বর আদাল‌তে অভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। মামলা চলার সময় ১৪ জ‌নের ম‌ধ্যে ১০ জন সাক্ষ‌্য প্রদান ক‌রেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট কে এম ইকবাল।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯ , ২০২৩
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।