ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মধুপুরে গ্রেপ্তার ৪ ডাকাত ৫ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
মধুপুরে গ্রেপ্তার ৪ ডাকাত ৫ দিনের রিমান্ডে

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে গ্রেপ্তার চার ডাকাতকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গ্রেপ্তারকৃত চার ডাকাতকে পুলিশ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ তাদের প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বুধবার (৫ এপ্রিল) টাঙ্গাইল ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রিমান্ডপ্রাপ্ত চার ডাকাত হলেন- মধুপুর উপজেলার দলপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. রতন (২১), মাইজবাড়ী গ্রামের জহু মিয়ার ছেলে আরিফ হোসেন (২৬), ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের দুদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার খেরুয়া আলম গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সুজন মিয়া (২২)।  

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান্জ্জুামান জানান, রিমান্ডে থাকা সাইফুল জিজ্ঞাসাবাদে জানান- মধুপুরের রক্তিপাড়া এলাকায় তারা বাসে লুণ্ঠন করার পর নেমে যান। পরে তিন কিলোমিটার দূরে মধুপুর উপজেলার শঠিবাড়ী পশ্চিমপাড়ায় একটি বাগানে বসে লুণ্ঠিত মালামাল ভাগভাগি করেন। বৃহস্পতিবার তার দেখানো অনুযায়ী ওই স্থান থেকে যাত্রীদের লুণ্ঠিত কাপড়, ব্যাগসহ কিছু আলামত জব্দ করা হয়।

প্রসঙ্গত, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী মাদারগঞ্জ স্পেশাল নামক একটি যাত্রীবাহী বাসে গত সোমবার (৩ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীবেশে সাত-আটজন ডাকাত টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার মাতাবাড়ী জোড়া ব্রিজ এলে অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণ নেয়। পরে যাত্রীদের টাকা ও স্বর্ণের চেন, মোবাইলফোন নিয়ে মধুপুর এলাকায় নেমে যান। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হন। ঘটনার পর ওই বাসের যাত্রী আরিফুর বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।