ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অস্ত্র রাখার দায়ে একজনের ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
অস্ত্র রাখার দায়ে একজনের ১০ বছরের কারাদণ্ড

বরিশাল: বরিশালে নিজ হেফাজতে অস্ত্র রাখার দায়ে নয়ন হাওলাদার নামের এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৬ এপ্রিল) বরিশাল বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা করেন।



কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে ২০১৬ সালের ৩০ আগস্ট বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে দেশীয় তৈরি পাইপগানসহ আটক করেছিল পুলিশ।
আসামি নয়ন হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার উত্তর কাটাদিয়া এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।

রায় ঘোষণার সময় নয়ন আদালতে উপস্থিত ছিল জানিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসির আহম্মেদ খান জানান, সাজা পরোয়ানায় তাকে জেলে পাঠানো হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ মামলার বরাতে জানান, বাকেরগঞ্জ থানার উত্তর কাটাদিয়া এলাকার ডা. সিদাম কুমার রায়ের বাগান অতিক্রমকালে একদল ডাকাত গুলি বর্ষণ করে। পুলিশ আত্মরক্ষার্থে ছয় রাউন্ড গুলি ছোড়ে। তখন ডাকাত দল পিছু হটে। এ সময় ধাওয়া করে এক রাউন্ড তাজা কার্তুজ ভর্তি দেশীয় তৈরি পাইপগানসহ নয়নকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে রামদা, ছোড়া ও কাতুর্জের খোসাও উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমান হাসান বাদী হয়ে মামলা করেন। একই থানার এসআই সিরাজুল ইসলাম ২০১৬ সালের একমাত্র নয়নকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক আজ আট জনের সাক্ষ্য নিয়ে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।