ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

শিশু শিউলী হত্যা: নানার মামলায় মায়ের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
শিশু শিউলী হত্যা: নানার মামলায় মায়ের মৃত্যুদণ্ড প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ইঁদুর মারার বিষ খাইয়ে নিজের মেয়েকে হত্যার দায়ে মা আছমা আক্তারকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মামলার বাদী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছমার বাবা সুরুজ মিয়া (৬৮)।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। এ সময় আসামি আছমা আদালতে উপস্থিত ছিলেন।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আছমা কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে।  

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি পরিবারের সদস্যদের সঙ্গে আছমা আক্তারের (৩৬) মনোমালিন্য হয়। পরদিন সকালে তার মেয়ে শিউলী আক্তারকে (১০) স্কুল থেকে ডেকে এনে জোর করে ইঁদুর মারার একটি বিষের ট্যাবলেট খাওয়ান। এ সময় আছমার মা মনোয়ারা বেগম বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এরপর মেয়ে শিউলীকে শ্বাস রোধ করে হত্যা করেন মা আছমা। এ ঘটনায় ওইদিন রাতেই শিউলীর নানা সুরুজ মিয়া বাদী হয়ে মেয়ে আছমাকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০২০ সালের ৩১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান তদন্ত শেষে আছমার নামে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে রোববার দুপুরে এ রায় দেন বিচারক।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) অ্যাডভোকেট এম এ আফজল বাংলানিউজকে মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।