ঢাকা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় মহিলা অধিদপ্তরের দুস্থদের জন্য ভিজিডি কার্ডের ৫ হাজার ৯৩৯ কেজি চাল মজুদ করার মামলার আসামি মো. মকবুল হোসেন খবরুলের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৪ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আমেনা বেগম।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ চালের বস্তায় লেখা মহিলা অধিদপ্তরের দুস্থ মহিলাদের জন্য ভিজিডি কার্ডের ৫ হাজার ৯৩৯ কেজি চাল অধিক লাভের আশায় মজুদ করার অপরাধে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় দায়েরকৃত মামলায় আসামি মো. মকবুল হোসেন খবরুলকে জামিন দেননি হাইকোর্ট। আবেদনটি উপস্থাপন হয়নি মর্মে খারিজ করেন আদালত।
গত ১৭ মার্চ ভুরুঙ্গামারী উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়তী রানী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ইএস/আরবি