নাটোর: নাটোরের বড়াইগ্রামে ভাই আবুল খায়ের ও ভাবি আনোয়ারা বেগমকে হত্যার দায়ে নিহতের ভাই ও ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুইজনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. কামরুন্নাহার বেগম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-নিহত আবুল খায়েরের ভাই নুরু মুন্সি ও তার ছেলে শরিফুল।
নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাসুদ হাসান বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি জমিজমা নিয়ে বিরোধের জেরে উপজেলার কালিকাপুর গ্রামের নুরু মুন্সি লোকজন সঙ্গে নিয়ে তার আপন ভাই আবুল খায়ের ও ভাবি আনোয়ারা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতদের মেয়ে হোসনেয়ারা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে ১০ বছর পর আদালত নিহতের ভাই নুরু মুন্সি ও ভাতিজা শরিফুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া আসামি সুজন ও সুমনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় অপর আসামি চান্দু মুন্সি, শিখা বেগম ও শামীম হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আরএ