ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাহবুব হত্যা: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৭ আসামি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মে ২১, ২০২৩
মাহবুব হত্যা: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৭ আসামি কারাগারে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি হাসমত আলীসহ ৭ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার প্রধান আসামি হাসমত আলীসহ ৭ আসামি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। আসামিরা হলেন—হাসমত আলী, আল আমিন, অনিক, হান্নান, নুরা, ডলি আক্তার, শান্ত।

জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, আড়াইহাজারের মাহবুব আলম হত্যা মামলায় প্রধান আসামি হাসমত আলীসহ ৭ আসামি হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

গত ৪ এপ্রিল দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সকাল ৯টার দিকে কালীবাড়ি বাজারে বাজার করতে যান। সেখান থেকে  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সন্ত্রাসী হাসমত আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে টেনেহিঁচড়ে অটোরিকশায় তুলে হাসমতের সিংরাটির বাড়িতে নিয়ে যায়। এরপর বাড়ির কেচিগেট লাগিয়ে হাসমতের সাথে থাকা আরও সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।

পরের দিন মাহাবুব আলমের বড় ভাই মহিবুর রহমান বাদী হয়ে হাসমত আলীকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মে ২১, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।