ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ভান্ডারিয়া পৌর নির্বাচনের বাধা কাটল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
ভান্ডারিয়া পৌর নির্বাচনের বাধা কাটল

ঢাকা: পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এক মেয়র প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম রোববার (১৮ জুন) এ আদেশ দেন।

ফলে ভান্ডারিয়া পৌর নির্বাচন হতে বাধা নাই। এখন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবী।

আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান।  

৩১ মে ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সেই তফসিল চ্যালেঞ্জ করে একের পর এক রিট মামলা করা হয় হাইকোর্টে। এর মধ্যে তিনটি মামলায় নির্বাচন অনুষ্ঠানে ওপর কোন স্থগিতাদেশ দেয়নি। তবে আরেকটি রিট মামলায় ভোটার তালিকা ২৮ দিনের মধ্যে সংশোধনের আদেশ দিয়ে নির্বাচনের তফসিল স্থগিত করেন হাইকোর্ট।  

আব্দুল হালিম হাওলাদারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ জুন এ আদেশ দেন হাইকোর্ট।  

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন পৌর নির্বাচনে মেয়রপ্রার্থী মাহিবুল হোসেন।  

এ আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।