ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

এক মামলায় রফিকুল মাদানীর জামিন বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এক মামলায় রফিকুল মাদানীর জামিন বাতিল

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরে করা এক মামলায় শিশু বক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। অপর মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন।

হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার (৩১ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন।

গত ২৯ মার্চ চার মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার জামিনে মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

ওইদিন তার আইনজীবী আশরাফ আলী মোল্লা জানিয়েছিলেন, রফিকুল ইসলাম মাদানী ইতোমধ্যে মুচলেকা দিয়েছেন, ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রবিরোধী বক্তব্য তিনি দেবেন না। এরপর আদালত তাকে জামিন দিয়েছেন। তাই তার জামিনে মুক্তিতে বাধা নেই।

এরপর গাজীপুরের বাসন ও গাছা থানায় করা মামলায় জামিনাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এপ্রিলে চেম্বার আদালত জামিন স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠায়।

সোমবার শুনানি শেষে এক মামলায় জামিন বাতিল ও অন্য মামলায় জামিন স্থগিত করেন।

২০২১ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‍্যাব। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।  

পরে গত ১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এছাড়া তেজগাঁও ও মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি শিশু বক্তা হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।