ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কক্সবাজারে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
কক্সবাজারে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন আদালতের রায়: প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়নে শামসুল আলমের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাদের দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৬ আগস্ট) দুপুর ১টায় কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোশাররফ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উখিয়া পালংখালী এলাকার জাহাঙ্গীর, শামসুল আলম। যারা খালাস পেয়েছেন তারা হলেন- কামাল উদ্দিন ও সোনা মিয়া।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাতে তিনি বলেন, ১৯৯৯ সালের ২৬ এপ্রিল কাবাডি খেলাকে কেন্দ্র করে শামসুল আলমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনায় নিহতের বাবা সুলতান আহমদ বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।