ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আইন ও আদালত

শাহজাহান ওমর কারাগারে, আদালত প্রাঙ্গণে জুতা-ডিম নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
শাহজাহান ওমর কারাগারে, আদালত প্রাঙ্গণে জুতা-ডিম নিক্ষেপ

ঝালকাঠি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালত প্রাঙ্গণে লোকজনের ভিড় থেকে তাকে লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়ে মারা হয়েছে।

কাঁঠালিয়ার বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

দুপুরে তাকে ঝালকাঠি আদালত প্রাঙ্গণে আনা হলে বিএনপির নেতা-কর্মীরা শাহজাহান ওমরের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। শাহজাহান ওমরকে লক্ষ্য করে এসময় জুতা ও ডিম ছুড়ে মারা হয়।  

বুধবার (২০ নভেম্বর) রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে শাহজাহান ওমরসহ নয়জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়েছেন শাহজাহান ওমর।

বৃহস্পতিবার ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে আসছেন- এমন আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে একটি গ্রুপ উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবীনে হামলা করেন। এসময় ইটপাটকেল ছুড়ে জানালার গ্লাস ভাঙচুর করা হয়।  

এ খবর পেয়ে তিনি গাড়িতে করে বৃহস্পতিবার সকালে বরিশালের বাসা থেকে রাজাপুরে যাওয়ার পথে উত্তর পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করেন। পরে ভাঙা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় থানা ঘিরে রাখেন বিএনপির নেতাকর্মীরা। দুপুরে তাকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কাঁঠালিয়া) আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহিদ কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এদিকে শাহজাহান ওমরের বিচার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন স্লোগান দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, শাহজাহান ওমর বিএনপি ও সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করেছেন। মীর জাফর শাহজাহান ওমরের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন শাহজাহান ওমর। তিনি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। দলটির এমন শীর্ষ পর্যায়ে থেকে গত জানুয়ারির সংসদ নির্বাচনের আগমুহূর্তে হঠাৎ ভোল পাল্টে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন তিনি। এরপর বিএনপির পদ হারান তিনি। আর তার ওপর ক্ষুব্ধ হন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।  

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, থানার বাইরে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।