ঢাকা: সহকারী জজ নিয়োগে ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৬শ বিজেএস) পরীক্ষা, ২০২৩ এ উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন ১০৪ জন।
রোববার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের ফল প্রকাশ করেন।
ফলাফলের বিজ্ঞপ্তির ভাষ্য মতে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশপদে (সহকারী জজ) ১৬শ বিজেএস পরীক্ষা, ২০২৩ এ সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত ১০৪ জন প্রার্থীর রোল নম্বর মেধাক্রম অনুসারে প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনে কমিশন তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
ইএস/আরবি