ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আরও দুই মামলায় জয়নুল-খোকনের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
আরও দুই মামলায় জয়নুল-খোকনের জামিন

ঢাকা: বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীতে রমনা থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন।

বুধবার (৮ নভেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন।

 

এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) হেয়ার রোডে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলা এবং নাশকতার দুই মামলায়ও তারা আগাম জামিন পেয়েছিলেন।  

মঙ্গলবার (৭ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বসশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাদের তিন সপ্তাহের আগাম জামিন দেন।

একইসঙ্গে তিন সপ্তাহ শেষে তাদের মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।