ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ট্রাকচালককে হত্যার দায়ে সহকারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
ট্রাকচালককে হত্যার দায়ে সহকারীর যাবজ্জীবন

কুমিল্লা: এক হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচালক ইদ্রিস মৃধাকে (৩৫) হত্যার দায়ে তার সহযোগী (হেলপার) দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।  

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট রেবেকা সুলতানা।

দণ্ডপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেন ওরফে বাদশা (২৮) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর নগরকান্দা গ্রামের ইউনুস খলিফার ছেলে। ট্রাকচালক ইদ্রিস মৃধার বাড়ি একই উপজেলার শ্যামপুর গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৮ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পাগলা ট্রাকস্ট্যান্ডে এক হাজার টাকা নিয়ে চালক ও হেলপারের মধ্যে তর্ক হয়। গাড়ির মালিক মো. ইসমাইল বিষয়টি তখনই মীমাংসা করে দেন। তারা রাত ১০টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম জগন্নাথদিঘি সংলগ্ন সাইমুন হোটেলে রাতের খাবার খান। এরপর গাড়িতে বিশ্রামের সময় গলায় গামছা পেঁচিয়ে চালককে শ্বাসরোধে হত্যা করেন দেলোয়ার। এ ঘটনার পরদিন নিহতের চাচাতো ভাই মো. হাবিবুর রহমান হেলপারসহ তিনজনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন।  

মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) এস এম মাহাবুবুল ইসলাম দেলোয়ারের নামে ২০১৭ সালের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে দোষী সাব্যস্ত হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. বদিউল আলম সুজন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।