ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আইন ও আদালত

১৬ বছর ধরে কনডেম সেলে মাসুম

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
১৬ বছর ধরে কনডেম সেলে মাসুম

ঢাকা: দস্যুতা ও হত্যার অভিযোগে দীর্ঘ ১৬ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির আপিল শুনানির জন্য নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তার আপিল কার্যতালিকায় থাকলেও শুনানি না হওয়ায় বিষয়টি আদালতের নজরে আনেন তার আইনজীবী খুরশীদ আলম খান।

এরপর মঙ্গলবার (২ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বুধবার (৩ জুলাই) শুনানির জন্য দিন রাখেন।

পরে খুরশীদ আলম জানান, আদালত আগামী বুধবার (৩ জুলাই) শুনানির কার্যতালিকার ২০ নম্বর আইটেমের মধ্যে থাকবে বলে আদেশ দেন।

তিনি জানান, দস্যুতা ও হত্যার অভিযোগে করা এক মামলায় ২০০৮ সালে আসামি কাজী আব্দুল্লাহ আল মাসুমকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আপিল ও ডেথ রেফারেন্সের পর হাইকোর্টেও বিচারিক আদালতে দণ্ড বহাল রাখেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামি ২০১৫ সালে আপিল বিভাগের আপিল করেন। কিন্তু আপিলটি এখনও নিষ্পত্তি হয়নি। যেখানে ২০০৮ সালে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর থেকেই আসামি কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন। তাই এতদিন ধরে কনডেম সেলে থাকা আসামির আপিলটি দ্রুত শুনানির আবেদন করলে আজ আপিল বিভাগ বিষয়টি বুধবার শুনানির জন্য নির্ধারণ করেন। ২০০৮ সালের আগেও সাধারণ বন্দি হিসেবে তিনি অন্তত দুই বছর কারাগারে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।