ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
সিলেটে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড আদালতের রায়: প্রতীকী ছবি

সিলেট: সিলেটে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে।


 
বুধবার (৩১ জুলাই) সিলেটের বিশেষ দায়রা জজ ও ডিভিশনাল স্পেশাল জজ মো. শাহাদৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. আহম্মেদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
 
দণ্ডপ্রাপ্ত জহিরুল আলম উরফে জারুল উরফে জহির (৩০) সিলেটের জকিগঞ্জ উপজেলার ব্রাক্ষণগ্রামের হাজারিচক এলাকার মুহাম্মদ নিয়াজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডিত জহির আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। খালাসপ্রাপ্ত ট্রাকচালক আতিকুর রহমান ওরফে আতিক (৪০) জকিগঞ্জ উপজেলার উত্তর গঙ্গাজল গ্রামের মতিউর রহমান উরফে মতির ছেলে।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৫ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে সিলেট শহরতলীর কুশিঘাট এলাকা থেকে জহিরকে আটক করে র‌্যাব। সেই সঙ্গে মাদক বহনকৃত ট্রাক (সিলেট-ড-১১-০৬৭৪) চালক আতিকুর রহমান ওরফে আতিক পালিয়ে যায়। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ লাখ ৫ হাজার টাকা দামের ৭টি প্লাস্টিকের বস্তা ১ হাজার ৪১০ বোতল ফেনসিডিল উদ্ধার ও ট্রাকটি জব্দ করে র‌্যাব।
 
এ ব্যাপারে সিলেট র‌্যাব-৯’র এসআই আদিল হোসেন বাদী হয়ে ওই ২ জনকে আসামি করে এসএমপি শাহপরান থানায় মাদক আইনে একটি মামলা করেন।
 
দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১৪ ফেব্রুয়ারি জকিগঞ্জ থানার নূর মোহাম্মদ সিকদার ২ আসামিকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। ২০১৪ সালের ২৮ মে আদালত অভিযোগ গঠন করে এ মামলার বিচারকার্য শুরু করেন।
 
দীর্ঘ শুনানি ও ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আসামি জহিরুল আলম ওরফে জারুল ওরফে জহিরকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ডের আদেশ দেন।
 
মামলায় রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. ফখরুল ইসলাম ও আসামিপক্ষে অ্যাডভোকেট আলী আহমেদ মামলাটি পরিচালনা করেন।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।