ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সাংবাদিক তুরাব হত্যা: ৫ দিনের রিমান্ডে কনস্টেবল উজ্জ্বল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
সাংবাদিক তুরাব হত্যা: ৫ দিনের রিমান্ডে কনস্টেবল উজ্জ্বল এটিএম তুরাব (ফাইল ফটো)

সিলেট: বৈষম্যবিরোধী আন্দোলনে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় গ্রেপ্তার কনস্টেবল উজ্জ্বল সিংহকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন এ রিমান্ড মঞ্জুর করেন।



আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে রোববার (১৭ নভেম্বর) রাতে তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৯ জুলাই সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বিএনপির মিছিল চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাম। তিনি দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।