ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আইন ও আদালত

সাবেক এমপি আবু জাহিরের সম্পদ ক্রোকের আদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
সাবেক এমপি আবু জাহিরের সম্পদ ক্রোকের আদেশ সাবেক এমপি মো. আবু জাহির ও তার স্ত্রী আলেয়া আক্তার

হবিগঞ্জ: সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে অপরাধলব্ধ ১০ কোটির অধিক টাকা মূল্যের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন জেলার সিনিয়র স্পেশাল জজ জেসমিন আরা বেগম।

দুদকের অভিযোগ, আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত ১০ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৬৭৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ মিলেছে। এর মধ্যে বাড়ি, গাড়ি ও জায়গা রয়েছে। এসব সম্পদ মো. আবু জাহির, স্ত্রী আলেয়া আক্তার, ছেলে ইফাত জামিল, মেয়ে আরিফা আক্তার মুক্তি ও ছোটভাই বদরুল আলমের নামে। ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের মাধ্যমে এসব সম্পদ গড়েছেন জাহির।  

এসব তথ্য উল্লেখ করে সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের উপপরিচালক মো. এরশাদ মিয়া অপরাধলব্ধ সম্পদ ক্রোক/ফ্রিজ আদেশ ও এরপর রিসিভার বা জিম্মাদার নিয়োগের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।

মো. এরশাদ মিয়া বলেন, অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা, অভিযোগ সংশ্লিষ্ট আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামের এসব সম্পদ আয়ের সাথে সংগতিপূর্ণ নয়। এগুলো কেনাবেচার পাঁয়তারা চলছে বিধায় আদালতে ক্রোকের অনুমতি চেয়ে আবেদন করা হয়। বিচারক তা মঞ্জুর করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।