ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বারে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা-বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
সুপ্রিম কোর্ট বারে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা-বিক্ষোভ

ঢাকা: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির পর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের প্রতিবাদে সুপ্রিম কোর্ট বারে বিক্ষোভ সমাবেশ-গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।  

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে ইনার গার্ডেনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

প্রথমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, রহুল কুদ্দুস কাজল, বদরুদ্দোজা বাদল, গাজী কামরুল ইসলাম সজল, ইউসুফ আলী, সাইফুর রহমান।  

জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইং 

জাতীয় নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট সাকিল আহমাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মানজুর আল মতিন, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট আলী নাছের খান।

সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যরা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১ নম্বর হলরুমে সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যদের ব্যানারে আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আইনজীবী শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে ও সৈয়দ মামুন মাহবুবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ মোহসিন রশিদ, আইনজীবী গোবিন্দ চন্দ্র প্রামাণিক, গৌরঙ্গ চন্দ্র রায়, মতিলাল ব্যাপারী, প্রনেশ রায়, এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, রেজাউল ইসলাম রিয়াদ, জুলফিকার আলী জুনু, এস এম আবুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।