ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন জয়নুল আবেদীন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন জয়নুল আবেদীন জয়নুল আবেদীন

ঢাকা: আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বুধবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বার কাউন্সিল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর ৬(৩) ধারা অনুযায়ী গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বার কাউন্সিলের কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়। বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।  

বার কাউন্সিল সভায় নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
ইএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।