ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার সময় গ্রেপ্তার আসামি লিয়ন মোল্লা ওরফে নিরবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ রিমান্ডের এই আদেশ দেন।
এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে অপর দুই আসামি আরাফাত (১৬) ও সিফাত (১৬)।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক হিরণ কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে লিয়ন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। এছাড়া অপর দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান তিনি।
সেসব আবেদনের শুনানি শেষে আদালত লিয়নের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে আরাফাত ও সিফাতের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর তাদের গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।
লিয়ন মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের কবির মোল্লার ছেলে। দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। দুই কিশোরের এক জন স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদরাসার শিক্ষার্থী।
এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখার দ্বিতীয় তলায় প্রবেশ করে।
ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। এরপরই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংকটি ঘিরে ফেলেন।
ব্যাংকের ভেতরে ওই সময় কর্মকর্তাসহ ১০ থেকে ১২ জন স্টাফ ছিলেন। এ ছাড়া কয়েকজন গ্রাহকও ছিলেন। তারা সবাই ডাকাতদের হাতে জিম্মি ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে ও ব্যাংকের ভেতরে জিম্মি থাকা স্টাফদের সঙ্গে মোবাইল ফোনে কল দিয়ে ডাকাতদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যৌথ বাহিনীর ডাকে সাড়া দিয়ে ডাকাতি করতে যাওয়া এই তিনজন আত্মসমর্পণ করে।
এ ঘটনায় ওই ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
কেআই/এসআইএস