ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে পরিচালিত মেডিকেল টেকনোলজি কোর্সটি কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফ এর সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার (৩০ নভেম্বর) বিকেলে এ রুল জারি করেন।
শিক্ষা সচিব, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ৬ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মেডিকলে টেকনোলজিস্টদের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।
চিকিৎসা শিক্ষা বিষয়ক কোনো কোর্স স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ব্যতীত অন্য কোনো মন্ত্রণালয় পরিচালনা করতে পারবে না। আন্তঃমন্ত্রণালয়ের এ ধরনের সিদ্ধান্তের পরেও দীর্ঘদিন যাবৎ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে মেডিকেল টেকনোলজি কোর্স পরিচালিত হয়ে আসছে।
এ প্রেক্ষিতে মেডিকেল টেকনোলজিস্টদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা দায়ের করা হলে আদালত এই রুল জারি করেন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমএন/এমজেএফ/