ঢাকা: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে এক টেলিফোন আলাপে ‘সরকার উৎখাত ও সেনা বিদ্রোহে উস্কানির’ মামলায় জনৈক মো. মশিউর রহমান মামুনকে তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (০৫ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ অর্ন্তবর্তীকালীন জামিন দেন।
একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম রসুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ।
২০১৫ সালে মান্নার সঙ্গে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোনালাপের দু’টি অডিও ক্লিপ প্রকাশের পর ওই বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া মান্নার সঙ্গে টেলিফোনে আলাপকারী অজ্ঞাত সেই ব্যক্তি মামুনকেও পরে পুলিশ গ্রেফতার করে।
এদিকে ওই ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় ইতিমধ্যে মান্না আপিল বিভাগ থেকে জামিন পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ০৫,২০১৬
ইএস/বিএস