ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে পুলিশের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে পুলিশের আবেদন জেলার মাসুদ পারভেজ মঈন (ফাইল ফটো)

ঢাকা: সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে শাস্তিমূলক বদলি হওয়া জেলার মাসুদ পারভেজ মঈনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি দাখিল করেন কানাইঘাট থানা উপ-পরিদশক রবিউল ইসলাম।

পুলিশ জানায়, কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

জেলার মাসুদকে বিভিন্ন অপরাধমূলক কমকাণ্ডের অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে গত মাসে রাঙ্গামাটিতে বদলি করা হয়। এখনও তিনি সেখানে যোগদান করেননি।

আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ডিসেম্বর মাসুদ সিলেটের কানাইঘাটের নিজ বাউরবাগ গ্রামে অবস্থান করে একই গ্রামের নুরুল ইসলামকে প্রাণনাশ ও খুন জখমের হুমকি দেন। পরে থানা পুলিশের আশ্রয় চান নুরুল। এরপর মাসদু পারভেজের বিরুদ্ধে অভিযোগ দেন থানায়।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এসএ/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।