ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৩৫ তম বিসিএস এর মেধাক্রম নিয়ে রুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
৩৫ তম বিসিএস এর মেধাক্রম নিয়ে রুল

ঢাকা: ৩৫তম বিসিএস পরীক্ষার ফল নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার বিধান-৫ অনুসারে প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সরকার কর্ম কমিশনের চেয়ারম্যান ও জনপ্রশাসন সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসনাত কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে হাসনাত কাইয়ুম বলেন, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর ৩৫তম বিসিএস পরীক্ষার দেওয়া বিজ্ঞপ্তি, পরীক্ষার গাইডলাইন ও বিধিমালার ৫ বিধানে মেধাক্রমের কথা আছে। কিন্তু ফলাফলের মেধাক্রম ও প্রাধিকার কোটা একত্রিত করা হয়। এ ছাড়া নন-ক্যাডার পদের ক্ষেত্রেও মেধার ভিত্তিতে নয় উল্লেখ করে ফল প্রকাশ করা হয়।

তাই ৩৫তম বিসিএস উত্তীর্ণ পাঁচ নন-ক্যাডার প্রার্থী এই রিট আবেদন করেন।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪,২০১৭
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।