ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

এসএ টিভির বিরুদ্ধে মানহানির মামলা তদন্তের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
এসএ টিভির বিরুদ্ধে মানহানির মামলা তদন্তের নির্দেশ

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ ও উপস্থাপক ফয়সাল আল মাহমুদের বিরুদ্ধে করা ৫০০ কোটি টাকার মানহানির মামলার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বাদীর জবানবন্দি গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে এ আদেশ দেন।

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ‘গোপাল’ বলায় সকালে ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. বাহালুল আলম বাহার ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদুকে সাক্ষী করা হয়েছে।

গত ০৬ ফেব্রুয়ারি রাতে এসএ টিভিতে ‘লেট এডিশন’ টকশো’র উপস্থাপক ছিলেন ফয়সাল আল মাহমুদ। অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু।

টকশো’তে নবনিযুক্ত নির্বাচন কমিশন নিয়ে আলোচনার এক পর্যায়ে উপস্থাপক ফয়সাল আল মাহমুদ সিইসিকে ‘গোপাল’ বলে সম্বোধন করেন।

অতিথি খালিদ মাহমুদ ও সামসুজ্জামান দুদু তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করলেও উপস্থাপক শব্দটি আর প্রত্যাহার করেননি।

সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি নিযুক্ত সিইসিকে ‘গোপাল’ বলে তার ও জাতির মানহানি করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।