ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রায়পুর পৌরসভার বর্ধিত ট্যাক্স আদায়ে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
রায়পুর পৌরসভার বর্ধিত ট্যাক্স আদায়ে নিষেধাজ্ঞা

ঢাকা: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা এলাকায় বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। তবে এ সময়ে আগের নিয়মে ট্যাক্স আদায় করতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৫ মে) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারীরপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

রিট আবেদনটি দায়ের করেন রায়পুরের বাসিন্দা ও নাগরিক সুরক্ষা কমিটির আহ্বায়ক মো. নিজামউদ্দিনসহ পাঁচজন।

পরে জ্যোর্তিময় বড়ুয়া বলেন, আদালত অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রুলে পৌরসভা করারোপ ও আদায় পদ্ধতি বিধিমালা-২০১৩ এর ২০(৩) বিধি অনুযায়ী রায়পুর পৌরসভা মেয়র কর্তৃক জারি করা নোটিশের ভিত্তিতে কর আদায় কার্যক্রম কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে পৌরসভা মেয়রসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ইএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।