ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পরিবেশ সচিবকে হাইকোর্টে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
পরিবেশ সচিবকে হাইকোর্টে তলব

ঢাকা: আদালতের আদেশ পালন না করায় বন ও পরিবেশ সচিবকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৮ মে স্বশরীরে উপস্থিত হয়ে এক বন কর্মকর্তার পাওনা না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।  

ওই কর্মকর্তা মোকাররম হোসেনের এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৭ মে) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

পরে ব্যারিস্টার বাদল বলেন, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাবেক কর্মকর্তা মোকাররম হোসেন ২০১২ সালে অবসরে যান। কিন্তু তাকে চাকরি ও অবসরের ক্ষেত্রে প্রাপ্য সুবিধাদি দেওয়া হয়নি।

এর বিরুদ্ধে মোকাররম হোসেন হাইকোর্টে রিট করেন। এ রিট মামলায় গত বছরের ১৬ নভেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে তার পাওনা ছিল ৬২ লাখ টাকারও বেশি। টাকা না পাওয়ায় সে সময় হাইকোর্টে আবেদন জানান তিনি। এক মাসের মধ্যে ৩১ লাখ ৩২ হাজার ৩৫০ টাকা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

পরে আদালতের আদেশ পালন না করায় ফের আবেদন করেন মোকাররম। সে আবেদনের শুনানি নিয়ে বন ও পরিবেশ সচিবকে তলব করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।