ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৯০ দিনের মধ্যে ত্রিদিব রায়ের নাম অপসারণের নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
৯০ দিনের মধ্যে ত্রিদিব রায়ের নাম অপসারণের নির্দেশ চাকমা রাজা ত্রিদিব রায়

ঢাকা: খাগড়াছড়ি ও রাঙ্গাম‍াটিসহ সারা দেশের স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধী হিসেবে পরিচিত চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম ৯০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পৃথক  রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২২ মে) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে পৃথক রিট আবেদন করেন রাঙ্গামাটির বাসিন্দা বদিউজ্জামান সওদাগর ও খাগড়াছড়ির হেলাল উদ্দিন।

আবেদনে বর্তমান চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ের বাবা ওই অঞ্চলের ৫০তম চাকমা রাজা ত্রিদিব রায়কে ১৯৭১ সালে পাকিস্তানিদের সহযোগী উল্লেখ করে বলা হয়, তার নামে রোড, মার্কেট, বিল্ডিং,  শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা রয়েছে। এসব স্থাপনা থেকে তার নাম অপসারণ করতে হবে।

এ আবেদনের শুনানি নিয়ে আদালত ৯০ দিনের মধ্যে এসব স্থাপনা থেকে ত্রিদিব রায়ের নাম অপসারণ করার নির্দেশ দেন।

রিট আবেদনে মুক্তিযোদ্ধা সচিব, এলজিআরডি সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন শরীফ আহমেদ।

চাকমাদের ৫০তম রাজা ত্রিদিব রায়ের নাম ১৯৭২ সালের দালাল আইনে অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ৭৯ বছর বয়সে ২০১২ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যু পর্যন্ত তিনি পাকিস্তানে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ২২, ২০১৭
ইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।