ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বারের ইফতারে প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ৭, ২০১৭
সুপ্রিম কোর্ট বারের ইফতারে প্রধান বিচারপতি

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার (০৭ জুন) আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে কোনো বক্তব্য দেননি প্রধান বিচারপতি। কেবলমাত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিচারপতি এস এম এমদাদুল হক।


 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিচারপতি এ এফ এম আবদুর রহমান, বিচারপতি এসএম এমদাদুল হক, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি এ কে এম সাহিদুল হক, বিচারপতি আমির হোসেনসহ হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারপতি উপস্থিত ছিলেন।
 
আইনজীবীদের মধ্যে সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট কে এম সাইফুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।