ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুদকের মামলায় সিটিসেল এমডি মেহবুব আদালতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
দুদকের মামলায় সিটিসেল এমডি মেহবুব আদালতে

ঢাকা: অর্থ আত্মসাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীকে ঢাকা সিএমএম আদালতে আনা হয়েছে।

রোববার (০২ জুলাই) দুপুর ১টার দিকে তাকে আদালতে আনার পর হাজতখানায় রাখা হয়েছে।

এদিকে মামলায় তার জামিন চেয়ে আবেদন করেছেন আইনজীবী মাসুম-উর রহমান।

অন্যদিকে মেহবুব চৌধুরীকে আদালতে পাঠিয়ে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেছেন দুদকের উপপরিচালক শেখ আবদুস ছালাম।  

বিকেল ৩টা নাগাদ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানার আদালতে জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।  

এর আগে শনিবার (০১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেন দুদকের উপপরিচালক শেখ আব্দুস সালাম।

সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ’ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগ বুধবার (২৮ জুন) একটি মামলা করে দুদক।  

মামলায় মেহবুব চৌধুরী ছাড়াও সিটিসেলের অন্যতম মালিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের পাশাপাশি এ বি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।