ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জবানবন্দি দিতে আদালতে ফরহাদ মজহার 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
জবানবন্দি দিতে আদালতে ফরহাদ মজহার  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অপহরণ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারকে আদালতে হাজির করা হয়েছে। 

মঙ্গলবার (০৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করে পুলিশ।  

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহ. আহ্সান হাবীবের আদালতে ফরহাদ মজহার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে সূত্র জানিয়েছে।

 

এদিকে স্বীকারোক্তি রেকর্ডের পর অন্য একটি আদালতে ফরহাদ মজহারকে কার হেফাজতে দেওয়া হবে সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।  

প্রাপ্তবয়স্ক হওয়ায় মজহারকে নিজ জিম্মায় দেওয়ার আবেদন জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।  

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ।  

এর আগে সোমবার (০৩ জুলাই) ভোরে নিজের বাড়ি থেকে ফরহাদ মজহার ওষুধ কিনতে গেলে নিখোঁজ হন বলে অভিযোগ করে তার পরিবার। এ নিয়ে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।  

আরও পড়ুন: ‘গাড়িতে তুলে চোখ বেঁধে নিয়ে যায়’- দাবি মজহারের

পরে বিকেল থেকেই তাকে উদ্ধারে খুলনায় ‍অভিযান শুরু হয়। পরে রাতে যশোরে ঢাকাগামী একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর মঙ্গলবার সকালে তাকে প্রথমে রাজধানীর আদাবর থানায় নেওয়া হয়।  

সেখান থেকে বেলা ১১টার কিছু আগে নেওয়া হয় মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য নিম্ন আদালতে পাঠানো হয় ফরহাদ মজহারকে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।