ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

একরাম হত্যায় ৩ আসামির জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
একরাম হত্যায় ৩ আসামির জামিন নামঞ্জুর ফাইল ফটো / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর আলোচিত ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম হত্যাকাণ্ডের তিন আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

সোমবার  (১০ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক তাদের জামিন নামঞ্জুর করে পুনরায় জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।  

আসামিরা হলেন-বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার, আসামি মো. রাজু ও বাপ্পী।

 

এদিকে এ মামলায় ৫৬ আস‍ামির মধ্যে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আদেল, যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টার ও আবিদসহ মোট ২১ জন জামিনে রয়েছেন।  

জামিনে থাকা ২১ আসামির মধ্যে সোমবার আদালতে উপস্থিত ছিলেন ১৭ জন। তিনজন সময় চেয়েছে আদালতের কাছে ও একজন অন্য মামলায় জেল হাজতে রয়েছেন।

মামলার পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত উপস্থিত ১৭ জনের জামিন বহাল রাখা হয়েছে। এর মধ্যে আসামি আবিদ জামিন নামঞ্জুর হয়েছে ভেবে পালাতে চাইলে তাকে ধরে আদালতে উপস্থাপন করে পুলিশ। পরে তার জামিনও বহাল রাখেন আদালত।  

এছাড়া এ মামলায় ১১ আসামি পলাতক রয়েছে। জেলে রয়েছে মোট ২৩ আসামি। ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৪৮ জন।  

ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ বাংলানিউজকে জানান, সোমবার চলতি বছরের ৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।  

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কের বিলাশী সিনেমা হলের সামনে একরামুল হক একরামের গাড়ি গতিরোধ করে তাকে গুলি ও পুড়িয়ে মারে সন্ত্রাসীরা।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এসএইচডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।