ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৫৭ ধারার মামলায় সাংবাদিক হেলালের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
৫৭ ধারার মামলায় সাংবাদিক হেলালের আগাম জামিন

ঢাকা: সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর বিষয়ে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার দেওয়ার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ সভাপতি আজমল হক হেলালকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১১ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
 
আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম।

সঙ্গে ছিলেন আইনজীবী শামীমা ইসলাম মৌ ও আলো মণ্ডল।  
 
গত শনিবার (০৭ জুলাই) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় মামলাটি করেন মঠবাড়িয়া ডা. রুস্তম আলী ফরাজী ডিগ্রি কলেজের প্রভাষক ফারুক হোসেন।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।