ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শহীদ আ. রব সেরনিয়াবাত অ্যানেক্স ভবনের ভিত্তিপ্রস্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭

বরিশাল: বরিশাল আদালতের শহীদ আ. রব সেরনিয়াবাত অ্যানেক্স ভবনের (নতুন) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ।

রোববার (২৩ জুলাই) সকালে জেলা আইনজীবী সমিতি সংলগ্ন জায়গায় এ ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাত করা হয়।

পরে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন আবুল হাসনাত আবদুল্লাহ এমপি।

সমাবেশে বক্তব্য দেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শেখ মো. টিপু সুলতান এবং বরিশালের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মোখলেচুর রহমান বাচ্চু’র সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলামসহ আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।