ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অস্ত্র মামলায় জামায়াত নেতার ১০ বছরের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
অস্ত্র মামলায় জামায়াত নেতার ১০ বছরের কারাদণ্ড

নড়াইল: অস্ত্র মামলায় নড়াইল জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলমগীর হোসাইনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আবুল বাশার মুন্সী এ আদেশ দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আলমগীর আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৮ আগস্ট নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর এলাকা থেকে ওয়ান শুটারগানসহ আলমগীরকে আটক করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধ লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এমদাদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।