ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

‘সংবিধান নিয়ে কাউকে ফুটবল খেলতে দেওয়া হবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
‘সংবিধান নিয়ে কাউকে ফুটবল খেলতে দেওয়া হবে না’ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

ঢাকা: সংবিধান নিয়ে কাউকে ফুটবল খেলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।  

নিম্ন আদালতের বিচারকদের আচরণবিধি নিয়ে সমালোচনার জবাবে আইনমন্ত্রী বলেন, তারা বুঝুক না বুঝুক সমালোচনা করার জন্য করছেন।

তারা যা করতে চেয়েছিলেন তা অনেকটাই ভেসে গেছে। তাই তারা এটাকে খড়কুটো ভেবে সমালোচনা করছেন।  

তিনি বলেন, তারা ১৯৭৫ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত সংবিধানকে নিয়ে অনেক ফুটবল খেলেছেন। আমরা আর কাউকে সংবিধান নিয়ে ফুটবল খেলতে দেবো না। আমরা যে আচরণবিধি করেছি তা সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে শিরোধার্য করে সেখানে যা বলা আছে সেই মোতাবেক করেছি। রুল ২৯ এ তা পরিষ্কার ভাবে বলা আছে। সংবিধানের ১১৬ অনুচ্ছেদে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে এই ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে। তিনি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই আচরণবিধি তৈরি করেছেন। তিনি সব ব্যাপারে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনাও করবেন।  

এই আচরণবিধিতে বিচার বিভাগের স্বাধীনতার ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি উল্লেক করে আইনমন্ত্রী বলেন, আমার যদি সংবিধানের ১১৬(ক) সংশোধন করতে যেতাম তাহলে বিচারপতিরা বলতে পারতেন স্বাধীন ভাবে বিচার করতে পারবেন না। এখানে বলা আছে বিচারকরা সম্পূর্ণ স্বাধীন। ৯৪(৪) অনুচ্ছেদেও বলা আছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
আরএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।