ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ব্লগার নিলয় হত্যার প্রতিবেদন দাখিল পিছিয়ে ৬ মে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
ব্লগার নিলয় হত্যার প্রতিবেদন দাখিল পিছিয়ে ৬ মে

ঢাকা: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে আগামী ৬ মে দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৮ মার্চ) মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু গোয়েন্দা পুলিশ আদালতে কোনো প্রতিবেদন দাখিল না করায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক তা দাখিলের জন্য নতুন করে আগামী ৬ মে দিন ধার্য করেছেন।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে ৮ নম্বর সড়কের নিজ বাসায় খুন হন নিলয়। সন্ত্রাসীরা তার গলা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। দুই বছর ধরে তিনি ওই বাসায় ভাড়া ছিলেন।

নিহত নিলয়ের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার চাল্লিশা গ্রামে। তার বাবার নাম তারাপদ চট্ট্রোপাধ্যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আশামনি রাজধানীর খিলগাঁও থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।