ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নাটোরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
নাটোরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন 

নাটোর: নাটোরে মাদক মামলায় নুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ রায় দেন। নুরুল রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামের মৃত ওয়াজ উদ্দিন মণ্ডলের ছেলে।

 

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি দুপুরে বড়াইগ্রাম উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের লাথুরিয়া এলাকায় এসপি সাপারী নামে একটি বাসে তল্লাশি করে নুরুলকে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নাটোরের (সার্কেল) তৎকালীন উপ-পরিদশর্ক মো. আমিনুল কবির বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে একই বছরের ২৫ মার্চ আদালতে চার্জসিট দেওয়া হয়। ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক সোমবার এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।