ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্র রিমান্ড শেষে কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্র রিমান্ড শেষে কারাগারে

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে পুলিশের উপর হামলা ও ভাঙচুরের পৃথক দুই মামলায় চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৯ আগস্ট)  দু'দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজধানীর বাড্ডা ও ভাটারা থানায় মামলা দু'টি  দায়ের করা হয়েছিল।



আসামিরা হলেন- রিসালাতুন ফেরদৌস, রেদোয়ান আহম্মেদ, রাশেদুল ইসলাম, বায়েজিদ, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এএইচএম খালিদ রেজা ওরফে তন্ময়, তরিকুল ইসলাম, নূর মোহাম্মদ, সীমান্ত সরকার, ইকতিদার হোসেন, জাহিদুল হক ও হাসান, আজিজুল করিম অন্তর, সামাদ মর্তুজা বিন আহাদ, ফয়েজ আহম্মেদ আদনান, সাবের আহম্মেদ উল্লাস, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার, সাখাওয়াত হোসেন নিঝুম ও আমিনুল এহসান বায়েজিদ।

আসামিরা বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থসাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আসামিদের মধ্যে ২০ জনের জামিনের আবেদন করা হলে আদালত না নাকচ করে দেন।

অপর দুই আসামি রেদোয়ান ও তরিকুলের জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয়েছে।

গত মঙ্গলবার এ আসামিদের দু'দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।