ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাতিরঝিলের মামলায় মওদুদের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
হাতিরঝিলের মামলায় মওদুদের জামিন

ঢাকা: পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে হাতিরঝিলে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাদের জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত ০১ অক্টোবর (রোববার) হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে একটি মামলা হয়। এ মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।