ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রাঙামাটিতে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
রাঙামাটিতে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

রাঙামাটি: রাঙামাটিতে ধর্ষণের দায়ে মো. শাহাব উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যায়  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. কাউসার আসামির অনুপস্থিতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিন ২০১১ সালের ৩১ ডিসেম্বর রাঙামাটির বরকল উপজেলা থেকে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শহরের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান।

পরে ধর্ষিতার বাবা বাদী হয়ে বরকল থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আসামি শাহাবকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা  অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আসামি শাহাব বর্তমানে পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, অক্টোবর, ০৪, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।