বুধবার (১৭ অক্টোবর) বরিশালের জেলা জজ মহসিনুল হক বিচারাধীন বরিশালের জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এ রায় দেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোতয়ালি মডেল থানা পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরের ছয় মাস পর তদন্তকারী কর্মকর্তা একই থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত ১০ জনের মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে অবৈধভাবে পিস্তল রাখায় ১০ বছর এবং গুলি রাখায় সাত বছর কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এমএস/এসআরএস